সিনেমার গানের বাইরে গানটির মাধ্যমেই প্রথমবার বুবলী পারফর্ম করলেন একক কোন গান ভিডিওতে। তবে একক গান হলেও সিনেমার গানের চেয়ে কোনো অংশে কম নয়, বলা যায় ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে জমকালো গানটি। যা প্রকাশের পর থেকেই দর্শকদ-শ্রোতাদরে ভালো লাগতে শুরু করেছে। গানটিতে বুবলীর সঙ্গে নাচ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বা্স আমাকে মুগ্ধ করছে।’
অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই। ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে। ’
গানচিলের কর্ণধার আসিফ ইকবাল জানান,‘বাংলা গানের নিজস্ব একটি ঘরানা রয়েছে গানচিলের। সেই ঘরানাকে আধুনিক রূপে উপস্থাপন করতেই এই প্রজেক্ট। আমরা মূলত বাংলা গানকে আরও সমৃদ্ধ করতে। মৌলিক গানের সঙ্গে আরও বাড়াতে কাজ করছি। সেই উদ্যোগেই গানচিল অরিজিনালস’ এর যাত্রা। ‘ময়না’ দিয়ে আমরা নতুন এক যাত্রা শুরু করলাম। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। আশা করি এই যাত্রা সবাই আমাদের সঙ্গে থাকবেন।’
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.