‘কোটি মানুষের পাশে’-স্লোগানকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের মধ্যে ভর্তুকিমূল্যে বিক্রির জন্য অনলাইনে টিসিবির ডিলার নিয়োগ আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
তৃতীয় পর্যায়ে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ৩ আগস্ট থেকে ৯ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে।
এতে আরও বলা হয়, টিসিবি অফিসে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, সারাদেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় ডিলার নেই সেসব জেলা, উপজেলা ও সিটিতে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য www.tcb.gov.bd ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.