Site icon Daily Dhaka Press

একজনের নামে থাকছে না ১০টির বেশি সিম

একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিটিআরসি জানিয়েছে, ১০টির বেশি মোবাইল সিম একজন গ্রাহকের নামে নিবন্ধিত থাকলে, অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার করতে হবে। এ উদ্দেশ্যে যেকোনও মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কতগুলো সিম নিবন্ধিত আছে তা সহজেই জেনে নেওয়া যাবে।

এর আগে একজন গ্রাহক তার একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সীমা কমিয়ে ১০টি নির্ধারণ করা হয়েছে।

টেলিযোগাযোগ খাতকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। একাধিক সিম অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে। তবে ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সংশ্লিষ্ট অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে— এমন আভাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Exit mobile version