জাবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর গতকাল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে পুলিশের আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা এ ব্যাপারে অভিযোগপত্র গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন - আসিফ আহমেদ (রসায়ন ৩৯), মোহাম্মদ নাজিমুল ইসলাম ওরফে বোরন(অর্থনীতি ৪২), মো:আমান উল্লাহ (দর্শন ৪২), মো:জায়মান আলী প্রিন্স(প্রত্নতত্ত্ব ৪২), মোহাম্মদ কৌশিক রহমান(লোকপ্রশাসন ৪২), মো:শাহরুখ শাহরিয়ার ওরফে সৌমিক (লোকপ্রশাসন-৪২), মোহাম্মদ ইয়াসিন (ভুগোল ও পরিবেশবিজ্ঞান ৪২), মোহাম্মদ হাবিবউল্লাহ (লোকপ্রশাসন ৪২) সহ ১০-১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শুধু মাত্র রাজনৈতিক মত ভিন্নতার কারনে আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করে মারাত্মক ভাবে আহত করা হয়, আমার শিক্ষা জীবন ক্ষতিগ্রস্থ করা হয়, দেশের বৈরী রাজনীতিক পরিবেশর কারনে আমি আইনগত পদক্ষেপ গ্রহন করতে পারিনি।
তিনি আরো বলেন, গতকাল আমি আশুলিয়া থানায় মামলা দায়ের করেছি, আমার প্রত্যাশা আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.