Site icon Daily Dhaka Press

আইসিইউ থেকে ফিরেছে আর্থিক খাত

দেশের আর্থিক খাত আইসিইউ থেকে কেবিন পেরিয়ে বাড়ি ফিরেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

উপদেষ্টা বলেন, দেশের আর্থিক খাত একসময় গভীর সংকটে নিমজ্জিত ছিল, যা পতিত আওয়ামী লীগ সরকারের অদক্ষতা ও দুর্নীতির ফল। গত এক বছরে সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে। এখন বলা যায়, আইসিইউ থেকে কেবিন পেরিয়ে আমরা বাড়ি ফিরেছি।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতের সংস্কার রাতারাতি সম্ভব নয়। প্রতিষ্ঠান, প্রক্রিয়া এবং ব্যক্তি—সব স্তরেই দুর্নীতি গেড়ে বসেছে। তবে কিছু সৎ ও দক্ষ মানুষের নেতৃত্বে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ৫ আগস্ট ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ৮৫২ জন গেজেটভুক্ত শহীদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলো মিলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রায় ১৬ হাজার পরিবারের হাতে সম্মাননা ও উপহার তুলে দিচ্ছে।

Exit mobile version