কোটা সংস্কার আন্দোলন এবং পরে একদফা সরকার পতনের আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। ওই দিনই ক্ষমতা হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের একবছর পূর্ণ হবে ৮ আগস্ট। আর আওয়ামী লীগ সরকারের পতনের একবছর পূর্ণ হলো ৫ আগস্ট।
শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের কার্যক্রম গ্রহণ করে। একইসঙ্গে বিগত সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নেয় সরকার।
ফৌজদারি আইনে বিচারের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়। সে মামলার শুনানি চলছে। ইতোমধ্যে গত ২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.