
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এ বছর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের চেয়ে ১ হাজার ৯০২ জন ভোটার বেশি।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন জগন্নাথ হলে, ২ হাজার ২২২ জন। এরপরই রয়েছে বিজয় একাত্তর হল, যেখানে ভোটার সংখ্যা ২ হাজার ৩৭ জন। অন্যান্য হলগুলোর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে ১ হাজার ৯৯৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৫৭ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৬২ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫১ জন, সূর্যসেন হলে ১ হাজার ৪৯৯ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০২ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৭৭ জন, কবি জসীম উদ্দীন হলে ১ হাজার ৩০৩ জন, অমর একুশে হলে ১ হাজার ২৯৫ জন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন। ছাত্রদের মোট ভোটের হার ৫২.৪৮ শতাংশ।
অন্যদিকে, ছাত্রীদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে, ৫ হাজার ৬৭৬ জন। এরপর যথাক্রমে কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৩৪ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৮৪ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪০ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৩ জন ভোটার রয়েছেন। ছাত্রী ভোটার মোট ভোটারের ৪৭.৫২ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২৯ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন।
ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।
নির্বাচনের তফসিল
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ১২ আগস্ট, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৯ আগস্ট মঙ্গলবার বেলা ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
২০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা চাইলে ২৫ আগস্ট সোমবার দুপুর ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।
হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে বলে জানান নিবার্চন কমিশনার প্রধান । একটি সুন্দর ভোট উপহার দিতে আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যে ৬ কেন্দ্রে ডাকসুর ভোট
১. কার্জন হল কেন্দ্রে (পরীক্ষার হল) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
২. শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দেবে।
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।
৫. সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) ভোট দিতে পারবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
৬। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।
কেন্দ্রীয় সংসদে ভোট হবে ২৮টি পদে
ডাকসু গঠনতন্ত্রের ৬(বি) ও ৩৭(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট ২৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় সংসদের জন্য ঘোষিত পদগুলো হলো: ১) সহ-সভাপতি, ২) সাধারণ সম্পাদক, ৩) সহ-সাধারণ সম্পাদক, ৪) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ৫) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ৬) কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, ৭) আন্তর্জাতিক সম্পাদক, ৮) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ৯) গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ১০) ক্রীড়া সম্পাদক, ১১) ছাত্র পরিবহন সম্পাদক, ১২) সমাজসেবা সম্পাদক, ১৩) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, ১৪) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, ১৫) মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক এবং ১৬) সদস্য—১৩ জন।
হল সংসদে নির্বাচন ১৩টি পদে
ডাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, গঠনতন্ত্রের ১৭ ও ৫৮ অনুচ্ছেদের আলোকে এবারের নির্বাচনে হল সংসদে মোট ১৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হলো সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং সদস্যের ৪টি পদ।
ভোট প্রদানে শিক্ষার্থীদের পরিচয়পত্র বা পে-স্লিপ সঙ্গে আনতে হবে। আবাসিক ও অনাবাসিক উভয় ভোটারই নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে পারবেন।
দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু। ওই নির্বাচনে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন নুরুল হক নুর। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘ ছয় বছর পর। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের রাজনীতিতে ঐতিহাসিক ভূমিকার জন্য ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে পরিচিত। ভাষা আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণ–অভ্যুত্থান এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডাকসু ছিল কেন্দ্রীয় ভূমিকার নেতৃত্বে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.