Site icon Daily Dhaka Press

জাকসু নির্বাচন :জাবির ২১ নং হল সংসদে এজিএস প‌দে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন ইমু হো‌সেন

জা‌বি প্রতি‌নি‌ধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদে সহ সাধারন সম্পাদক (এজিএস) পদে লড়ছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যা‌চের মেধাবী শিক্ষার্থী ইমু হো‌সেন। ইতোমধ্যেই শিক্ষার্থীদের মাঝে আলোচনায় উঠে এসেছেন তিনি।

জাবির শিক্ষার্থীরা বলছেন, দল-মত নির্বিশেষে সবার সংকটে পাশে দাঁড়ানোর কারণে ইমু হোসেনের আলাদা সুনাম রয়েছে ক্যাম্পাসে। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সহপাঠীরা তার প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই তাকে বিজয়ী করতে কাজ করছেন তারা।

আসন্ন জাকসু নির্বাচনে জয়ী হ‌লে কি কর‌বেন এমন প্রশ্ন কর‌লে ইমু হো‌সেন বলেন, অনেক স্বপ্ন নিয়ে প্রান্তিক জনপথ থেকে উঠে আসা শিক্ষার্থীদের দৃঢ় কন্ঠস্বর হয়ে তাদের পাশে থাকতে চাই।
আমাদের হল গুলোতে যাতে পূর্বের ন্যায় গণরুম-গেস্টরুম কালচার তৈরি হতে না পারে এবং শিক্ষার্থী বান্ধব হল তথাপি ক্যাম্পাস তৈরিতে কাজ করে যাব। হল কে শিক্ষার্থীদের নিজের ঘরে পরিণত করাই আমার লক্ষ্য।

উল্লেখ্য, ইমু হো‌সেন ফেনী জেলার সন্তান । তি‌নি জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের সামা‌জিক সংগঠন জা‌বি সা‌য়েন্স ক্লাব এবং কুরআন এন্ড কালচারাল ক্লা‌বের সদস্য হি‌সে‌বে যুক্ত আ‌ছেন। এছাড়াও ফেনী জেলা ছাত্রকল্যাণ স‌মি‌তির সাংগঠ‌নিক সম্পাদক হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

Exit mobile version