
ডিডিপি ডেস্ক : বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠান আরবিট ক্রিয়েটিভ হাব এর প্রথম বর্ষপূর্তি উদযাপন। গত ১ সেপ্টেম্বর হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটি পেরিয়ে এসেছে একটি বছর। এক বছরে ‘আরবিট ক্রিয়েটিভ হাব’ তাদের মেধা, দক্ষতা আর সৃজনশীলতা দিয়ে জয় করেছে হাজারো সেবা প্রত্যাশী গ্রাহকদের। এ স্বল্প সময়েই দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ই কমার্স, এফ কমার্স সেবা প্রত্যাশী অনলাইন-অফলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে বাজেট সাশ্রয়ী মানসম্মত কাজ দিয়ে, সেবা দিয়ে হয়েছে আস্থাভাজন। ক্লায়েন্ট সার্ভিসর মাধ্যমে বিজ্ঞাপন বিশ্বে এক ভিন্নমাত্রা তৈরি করেছে।
প্রথম বছরেই Arbit Creative Hub দেশর স্বনামধন্য এফ কমার্স ও ই কমার্স ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড দেশের ব্যবসায়ীদের জন্য মানসম্মত কাজ সাধ্যের ভেতর বাজেটে Branding & Advertising, Graphics Design, Corporate AV, Influencer Marketing, Digital Marketing, প্রোডাক্ট/ফুড Videography‘র মাধ্যমে ব্যবসায় নিয়ে এসেছে নতুন চমক। এছাড়াও Video Ads, Web development, Event Managementগুলো স্বল্প খরচে মানসম্মতভাবে করছে। বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ‘আরবিট ক্রিয়েটিভ হাব’এর সিইও মো.কাজী কাদের নেওয়াজ বলেন, আমাদের যাত্রা কেবল শুরু। ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। Arbit Creative Hub শুধু একটি বিজ্ঞাপন এজেন্সি নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম। যেখানে সৃজনশীলতা ও পেশাদারীত্বের সাথে ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন।
‘আরবিট ক্রিয়েটিভ হাব’ এর সুহৃদ, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষীদের সাড়ম্বর উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপনের সময় এর সিইও মো. কাজী কাদের নেওয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব কাজী হায়াত, কচি খন্দকার, রকি খান, নায়ক নিরব, রাশেদ মামুন অপু, শিবলী নৌমান, সাঞ্জু জন, নাদিয়া আফরিন মিম, জয়িতা আশরাফ, এস এম জনি, ‘আরবিট ক্রিয়েটিভ হাব এর লিড ব্র্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানার; এ বি এম এহসানুল হকসহ আরও অনেকে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.