জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)’র নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় সংসদ প্রতিনিধিদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি শপথ বাক্য পাঠ করাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম বলেন, এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাকসু নির্বাচন কমিশনের সদস্য, হল প্রভোস্ট, সকল অনুষদের ডিন, সাংবাদিক ও অন্যান্য সংশ্লিষ্টদের অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও জানান, হল সংসদের শপথবাক্য অনুষ্ঠান যার যার হলে অনুষ্ঠিত হবে। হল প্রোভোস্ট হল সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.