ডিডিপি ডেস্ক: বাল্যবিবাহ মুক্ত দেশ ও গণসচেতনতা তৈরীর লক্ষ্যে ১৮ সেপ্টেম্বও ২০২৫ খ্রীস্টাব্দে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর - ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড বাল্যবিবাহ রোধ কমিটি উদ্যোগে ও ঢাকা ইস্ট এপি – ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধের কার্যক্রম আয়োজন করা হয় । এই কার্যক্রমে বাল্যবিবাহ রোধ কমিটি সদস্য, স্কুল শিক্ষক, শিশু ও যুব ফোরাম, ইউএনডিসি, ধর্মীয়নেতা, কাজী, পুলিশ সদস্য ও এলাকার জনগনসহ মোট ৫০০ জন অংশগ্রহন করেন।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন এবং অন্যান্য । সাবেক চেয়ারম্যান আলী হোসেন বলেন ” একটি প্রাণও বাল্যবিবাহের স্বীকার হবে না, আমরা সবাই মিলে বাল্যবিবাহ রোধে কাজ করবো” । তারপরে সাধারন কার্যক্রম শুরু হয় ( পথনাট্য, জারীগান, র্যালি ) সাহাবউদ্দিন মোড়, আদর্শনগর,বাড্ডা, ঢাকা। এর পরে সাহাবউদ্দিন মোড় থেকে পাচতলা বাজার পযর্ন্ত বাল্যবিবাহ রোধে র্যালি করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন-এর পক্ষ থেকে প্রোগ্রাম অফিসার সুমা পালমা আজকের এই বাল্যবিবাহ রোধ কার্যক্রমে সক্রীয়ভাবে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান ও নিয়মিত এরকম কার্যক্রম আয়োজনের আহবান জানান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বাল্য বিবাহ মুক্ত দেশ গঠনের লক্ষ্যে ” জিরো চাইল্ড ম্যারেজ” কার্যক্রম শুরু করেছে । আজকের কার্যক্রমটি তারই একটি অংশ ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.