Site icon Daily Dhaka Press

প্রথমবার পাঁচ তারকা হোটেলে হবে বিসিবি নির্বাচন

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৬ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

তবে আসন্ন নির্বাচনে নতুন করে একটি বিষয় সামনে এসেছে, যা আগে কখনো হয়নি। এবারের নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে থাকছে একটি পাঁচতারকা হোটেল। বিসিবির সবশেষ দুই নির্বাচন মিরপুরের শের-ই বাংলায় বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগে এই নির্বাচন হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে।

এবারই প্রথম কোনো হোটেলে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ছয়টায় পরিচালকদের ফলাফল জানানো হবে।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সভাপতি এবং সহ-সভাপতি পদের নির্বাচন। যার ফলাফল একইদিনে রাত ৯টায় জানা যাবে। বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে।

Exit mobile version