Site icon Daily Dhaka Press

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

মহাখালীর আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি হওয়া দগ্ধ ৭ জন হলেন- স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মহাখালী এলাকা থেকে সাতজনকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, দুপুর ১টার দিকে গুলশান ফিলিং স্টেশনে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের কর্মচারীসহ সাতজন দগ্ধ হন।

তবে এখন পর্যন্ত এই দুর্ঘটনার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানিয়েছেন মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম। তবে তারা খোঁজখবর করছেন বলে যোগ করেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

Exit mobile version