Site icon Daily Dhaka Press

সুহৃদ-এ ৫০% ছাড়

জীবনশৈলী ডেস্ক:সুহৃদ’র দুর্গা পূজার আয়োজনে ফ্লাট ৫০% ছাড়! হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে উপলক্ষ্য করে সুহৃদ আয়োজন করেছে নান্দনিক সব পোশাকের। এই আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে উৎসব অনুযায়ী পোশাকের উপকরণে, রঙে এবং ডিজাইনে।
দুর্গা পূজা উপলক্ষ্যে সুহৃদ’র পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম প্যান্ট ৫০% ছাড় দিয়েছে। ফ্লাট ৫০% ছাড়ে পাওয়া যাবে নান্দনিক সব পাঞ্জাবি। এই ছাড় চলবে স্টক থাকা পর্যন্ত।
এ ছাড়াও সুহৃদ’র শোরুমেন রয়েছে নতুন ডিজাইন ও কালেকশনের পাঞ্জাবি, হাফ হাতা শার্ট, ফুল হাতা শার্ট, টি শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম প্যান্টসহ বিভিন্ন পোশাক।
শরতের এই আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি।
পাইকারী এবং খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুহৃদ।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন : রানার প্লাজা, নবাববাড়ি রোড, দোকান নং : ৫২,
৩য় তলা, বগুড়া। দেখতে পাবেন সুহৃদ’র নিজস্ব পেজ এ এবং অর্ডার করা যাবে অনলাইনেও।

Exit mobile version