Site icon Daily Dhaka Press

জাবিতে লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ সপ্তাহ পালন

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে “বৃক্ষরোপণ সপ্তাহ” কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির জাবি টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বাহারি ফুল, ফল ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত গাছগুলোর মধ্যে ক্যাসিয়া জাভানিকা, কৃষ্ণচূড়া, জলপাই, পেয়ারা, আম, হরতকী ও নিম উল্লেখযোগ্য।

কর্মসূচির সঞ্চালনায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। এসময় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শামসুল আলম (সেলিম), পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন এবং সংগঠনের সক্রিয় সদস্য আব্দুল হাদি, কাজী সায়হাম, পাবেল, মীম, তিথি, সেঁজুতি, ঝুমা, তুহিন, প্রীতমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজনে অধ্যাপক ড. শামসুল আলম বলেন, “লাল সবুজ উন্নয়ন সংঘ আয়ানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। তারা বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উপকরণ বিতরণসহ নানা উদ্যোগ নিয়েছে। আশা করি, তারা এই মহৎ কাজ অব্যাহত রাখবে।”

পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন বলেন, “লাল সবুজ উন্নয়ন সংঘ পরিবেশ সুরক্ষা ও সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বন্যার্তদের মাঝে ত্রাণ, শীতার্তদের মাঝে কম্বল এবং ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। আমি মনে করি, একটি গাছ কাটার সঙ্গে সঙ্গে একটি নতুন গাছ রোপণ করা জরুরি। লাল সবুজের এই উদ্যোগ চলমান থাকুক।”

সংগঠনের জাবি টিমের প্রধান জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমাদের সদস্যরা নিজেদের টিফিনের টাকা জমিয়ে গাছের চারা কিনে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করেছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি গাছ শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একেকটি সম্পদ। সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ সারা দেশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র ও ঈদ উপহার প্রদান, বৃক্ষরোপণ, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটি ২০২২ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Exit mobile version