Site icon Daily Dhaka Press

ইবিতে ডিএস ক্লাবের আয়োজনে দিনব্যাপী সেমিনার ও ওয়ার্কশপ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং এনজিও খাতে সম্ভাবনা নিয়ে ধারণা প্রদানের উদ্দেশ্যে দিনব্যাপী সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৫০৩ নং কক্ষে এবং গগণ হরকরা গ্যালারিতে এই সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে, সকাল ৯টা ১৫ মিনিটে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৫০৩ নং কক্ষে অনুষ্ঠিত হয় “Sparking Knowledge: Qualitative Research Core Workshop”। এতে প্রধান আলোচক ছিলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান এবং অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসাইন। এ সময় অনুষ্ঠানের আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন ডিএস ক্লাবের সভাপতি বুরহান উদ্দিন।

পরবর্তীতে, বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একই ভবনের গগন-হরকরা গ্যালারিতে অনুষ্ঠিত হয় “Future Leaders for Social Change: Career in NGO” শীর্ষক সেমিনার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO) সদস্য মো. লুকমান শারীফ, ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এন্টারপ্রাইজের সিনিয়র অফিসার ড. মো. সাব্বির রহমান এবং ওয়াটারএইড বাংলাদেশের কমিউনিকেশন অ্যাসোসিয়েট ও বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর কো-চেয়ার (কমিউনিকেশন) মোসাদ্দেক বিন শরীফ।

আয়োজনের বিষয়ে ডিএস ক্লাবের সভাপতি জানান, “ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য চাকরির অন্যতম ক্ষেত্র হচ্ছে এনজিও খাত। শিক্ষার্থীদের গ্রাজুয়েশন শেষ করার পর চাকরিজীবনের সুবিধার বিষয়টা মাথায় রেখে আমরা এই বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যত চাকরির ক্ষেত্রে কি কি পথ অতিক্রম করতে হবে অথবা কিভাবে নিজেকে তৈরি করলে তারা এগিয়ে থাকবে, সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আজকের সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। নিয়মিত এসব আয়োজন শিক্ষার্থীদের জড়তা কাটাতে এবং নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে বলেই আমার বিশ্বাস।

Exit mobile version