একটি সরলরৈখিক এবং ইগোলেস চরিত্রে মাসুদ (শামীম হাসান) নিজেকে উজার করে দিয়েছেন। শামীম তার নিজস্বতাকে ভেঙে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছে এই নাটকে। দারুণ এক করুণ ও আবেগময় পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে তিনি নিজেকে আবারও একজন গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করলেন। সঙ্গে সামান্তাও মোহমুগ্ধ অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন।
আবহমান এই গ্রাম-বাংলার সমাজ বাস্তবতায় মাসুদ একটি ‘আগাছা’, সমাজ এবং পরিবারে যে একটি মূল্যহীন চরিত্র, একান্ত ব্যক্তিগত জীবনেও। সাত বছর ধরে যাকে প্রাণাধিক ভালোবাসে সেও সুযোগে অবমূল্যায়ণ করে।
অন্যদিকে, পরিবারে ভাই-ভাবির কাছে যার কোন অস্তিত্বই নেই। অথচ এই মানুষটাই সময়ের উল্টো পিঠের দৃষ্টিকোণ! অন্যের জন্য নিজেকে উজার করে দিলেও প্রাপ্তিতে নাই কোন এতটুকু সহানুভূতি। সমাজের মাপকাঠি এবং মাসুদের নিজস্ব আয়না দর্শকদের ভাবনায় ফেলে দেবে এই নাটক।
এ প্রসঙ্গে শামীম বলেন, ‘আমাদের সমাজের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। অনেক দিন পর দারুণ একটি গল্পে কাজ করেছি। গল্পে বার্তা আছে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’
নাট্যকার জায়েদ জুলহাসের রচনা এবং বর্ণনাথের পরিচালনায় ‘আগাছা’ নামের নাটকটি সম্প্রতি প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.