শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ(অব:) ঢাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার, (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক (অপারেশন) এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী উত্তরা সার্কেল, উত্তরায় সার্বজনীন পুজা কমিটির আয়োজিত পুজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় কমিটির উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা প্রদান করেন। এ সময় বিওবি বিভাগের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
ডেসকোর এই উদ্যোগ পুজা উৎসবকালীন বিদ্যুৎ সরবরাহে সমস্যা কমানো এবং স্বাভাবিকভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.