আজ সকাল থেকে ঢাকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। রাজধানীর বেশকয়েকটি এলাকায় হয়েছে বৃষ্টি। যার ফলে ঢাকার বায়ু ছিল অনেকটাই ধুলাবালিমুক্ত।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০. ৩০ টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৮৭, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে ১২ নম্বরে আছে ঢাকা। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৬৮। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— আফগানিস্তানের কাবুল, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার বাটাম ও কেনিয়ার নাইরোবি। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪৫, ১৪৪, ১৪২ ও ১৩৭।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.