Site icon Daily Dhaka Press

মুক্তি পেল কবি এনামূল হক পলাশের গান ‘চাকা’ 

Enamul Haque Palash

বারহাট্টা (নেত্রকোনা)প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের গান ‘চাকা’। রবিবার (১ অক্টোবর ২০২৫) অনলাইন প্লাটফর্ম ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে। চাকা গানে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত শিল্পী জুয়েল আজাদ এবং সুর করেছেন বিখ্যাত সুরকার অলক বাপ্পা।

‘চাকা’ গানটি নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, এটি মূলত মানুষ আর মানব সভ্যতার একটি চিত্রকল্প। আধুনিক এই গানটিতে সুরকার ও শিল্পী প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আশা করি সব ধরণের শ্রোতাদের গানটি ভালো লাগবে।

গানটির জুয়েল আজাদ বলেন, দীর্ঘদিন পরে কবি এনামূল হক পলাশের এই গানটিতে কন্ঠ দিতে পেরে আমি আপ্লূত। এই গানটিতে সভ্যতা, মানুষের চলমানতার চিত্রকল্প ফুটে উঠেছে। গানটির সুরকার অলক বাপ্পা বলেন, কবি এনামূল হক পলাশ আমার ছোট ভাইয়ের মতো। সে কোন গান সুর করে দিতে অনুরোধ করলে আমি তা ফেলতে পারি না। তার লেখা এই গানটি খুব আধুনিক একটি গান। মানুষের যাপিত জীবন তার লিরিকে আমি পেয়েছি। এমন একটা গানের সুর করতে পেরে আমি আনন্দিত। গানটি বহুল সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি।

ই-মিউজিক প্রোডাকশন হাউজের উদ্যোগে গানটির লাইন প্রযোজকের কাজ করেন জুয়েল আজাদ, সিনেমাটোগ্রাফি করেন দীপু ইসলাম, ভিডিও এডিটিং করেন আশফাকুর রহমান এবং ভিডিও ডিরেকটর হিসেবে কাজ করেছেন ইয়ামিন ইলান।

ইতিপূর্বে কবি ও গীতিকার এনামূল হক পলাশ রাত্রির গান, গণতন্ত্রের গান, বাউল জন্ম, যে আমারে ভালোবাসে, আগুনের গান, রশিক হাওয়া, নয়া পানির তিতনা পুটি, শুন্য বোতল, সাদাকালো জীবন, প্যাঁচিয়ে থাকা দড়ি, কেমন করে সাধু হবো, একটি তারেই মুনতাহাতে, আমারে বনবাসে রাইখ্যা বন্ধু, ভালো আমি বাসলাম যারে, ঈদের গান, মন আমার মোচড় মারে, পরানের হাঁস সহ অনেক জনপ্রিয় গান রচনা করেছেন।

এর মধ্যে বিগত কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লিখে প্রচার করেছেন রাত্রির গান, গণতন্ত্রের গান এবং আগুনের গান।

কবি এনামূল হক পলাশ বাংলা ভাষার সহজিয়া ধারার একজন প্রতিশ্রুতিশীল কবি, ভাবুক, অনুবাদক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক ও গীতিকার। তিনি বামপন্থী বিপ্লবী রাজনৈতিক ধারার একজন কর্মী ছিলেন। তিনি অন্তরাশ্রম নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং একই নামে একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করেন। ২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তিনি ছিলেন একজন সামনের সারির যোদ্ধা। সম্প্রতি তিনি জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লব নিয়ে কাজ করে একজন আলোচিত ব্যাক্তিত্ব।

Exit mobile version