Site icon Daily Dhaka Press

২২ দিন বন্ধ ইলিশ ধরা, চাঁদপুরে ব্যাপক প্রচারণা

চাঁদপুর প্রতিনিধি: আগামীকাল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর টানা ২২ দিন মা ইলিশ রক্ষার্থে ইলিশ আহরণ, বিক্রয়, পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এ উপলক্ষ্যে চাঁদপুরে প্রশাসন ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন হাইমচর উপজেলা এবং চাঁদপুর সদর উপজেলার নদী তীরবর্তী জেলে পল্লী, মাছের আড়ৎ সহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশগ্রহণ করেন।

এসময় পথসভায় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলেরা যাতে ইলিশ ধরা থেকে বিরত থাকে সে কথাই তিনি বলে বেড়িয়েছেন। মৎস সম্পদ রক্ষার্থে মা ইলিশ নিধনের যে অপকার তা তিনি বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, এই যে মা ইলিশ নিধন করছে এতে ক্ষতি কিন্তু জেলেদেরই হচ্ছে। নদীতে যখন মাছ থাকবে না তখন জেলেরা গরীব থেকে আরো গরীবতর হবে।

এসময় পথসভায় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলেগণ ইলিশ আহরণের এই নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা থেকে বিরত থেকে এই মূল্যবান মৎস্যসম্পদ রক্ষা করার অঙ্গীকার জ্ঞাপন করেন।

 পথসভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন।

Exit mobile version