Site icon Daily Dhaka Press

সৌদিতে বাংলার ক্রিকেট যুদ্ধ

রিফাত কান্তি সেন : সৌদির মাটিতে বাংলার ক্রিকেট। তা ও আবার টেপ টেনিস। দেশ সেরা সব টেপ টেনিস ক্রিকেটারদের মিলন মেলা ঘটছে সেখানে। হাজার মাইল উড়িয়ে নিয়ে বাংলার ক্রিকেটকে আরো করেছে সমৃদ্ধ প্রবাস বাংলা।

বাংলাদেশের ১৬টি জেলা লড়বে এ ক্রিকেট যুদ্ধে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনি, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিং, কিশোরগঞ্জ ও নরসিংদী। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের প্রথম সেমি ফাইনাল নিশ্চিত করেছে চাঁদপুর সুলতান।

অপ্রতিরোধ্য চাঁদপুর সুলতান ক্যাপটেন সাজিদ হাসান জানিয়েছেন, টেপ টেনিস ইতিহাসে আরো একটি মাইলফলক ছুতে যাচ্ছে চাঁদপুর সুলতান। ঘরের মাঠে নয় একদম বিদেশের মাটিতে বাংলার যুবকরা তৈরি করছে ইতিহাস।

রিয়াদের ধিরাব স্টেডিয়ামে দেখা হবে, তামিম,মাহমুদুল্লাহদের সাথেও। এছাড়া বাংলার টেপ টেনিসের কিংবদন্তী, শাহরিয়ার কমল, হেলিকপ্টার বাবলু, ডিজে রনি, সাজিদ হাসানরা তো আছেনই। তাসরিফ খানও সেখানে থাকবেন তাছাড়া কনটেন্ট ক্রিয়েটর ফ্রি মোশন ফিরোজ হাসান, চান্দা ভাই খ্যাত রাকিব হাসানও থাকবেন।

২২ দিনে ৩১ টি রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করবেন দর্শক ভক্তরা। বিজয়ী ও রানার্সআপ দলের জন্য রয়েছে দুটি ব্র্যান্ড নিউ গাড়ি।

Exit mobile version