Site icon Daily Dhaka Press

পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গাজীপুরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, বিপিএম (বার)।

এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য প্রতিটি পুলিশ সদস্যকে দক্ষতা, ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

Exit mobile version