পবিত্র রমজান মাসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের পবিত্র রমজান শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) থেকে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এখন আমরা রমজানের থেকে ঠিক ১৩৯ দিন দূরে আছি। খবর গালফ নিউজের।
সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ০১ মিনিটে (ইউএই সময়)। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেই সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে রমজানের প্রথম দিন হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ধরা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকারি চাঁদ দেখার কমিটি।
তিনি আরো জানান, আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা ধীরে ধীরে বেড়ে মাসের শেষে হবে ১৩ ঘণ্টা ২৫ মিনিট। দিনের আলো শুরুর দিকে থাকবে প্রায় ১১ ঘণ্টা ৩২ মিনিট, আর মাস শেষে তা বাড়বে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।
আবহাওয়ার দিক থেকে শুরুতে আবুধাবিতে উত্তর দিকের শীতল বাতাসের প্রভাবে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে রমজানের শেষের দিকে যখন বসন্তকালীন আবহাওয়া শুরু হবে এবং পশ্চিমা বাতাস বইতে শুরু করবে তখন তা বাড়তে বাড়তে দাঁড়াবে ১৯ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে।
আল জারওয়ান আরো উল্লেখ করেন, পুরো রমজান মাস জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গড়ে ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.