
জাবি প্রতিনিধি: ‘সি দ্য সায়েন্স, বি দ্য চেঞ্জ’ স্লোগানে আগামী ১৭ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান মেলা। অনুষ্ঠানটি আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানান জেইউএসসি সভাপতি মো. সৌরভ।
তিনি জানান, এবারের বিজ্ঞান মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে মোট দশটি ইভেন্টে—এর মধ্যে রয়েছে গণিত অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, সায়েন্স কুইজ, ফোর মিনিট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, রুবিকস কিউব প্রতিযোগিতা, সায়েন্স ওপেন স্পিচ প্রভৃতি।
ফেস্টিভ্যালের প্রথম দিন, ১৭ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ ভবনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন, ১৮ অক্টোবর, বাকি সেগমেন্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান মেলার প্রধান সমন্বয়ক ও সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা বলেন, সপ্তম জাতীয় বিজ্ঞান মেলায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থী অংশ নেবে। এই মেলা তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি অনুপ্রাণিত করবে এবং তাদের মধ্যে গবেষণামুখী মনোভাব গড়ে তুলবে।
জেইউএসসি সভাপতি মো. সৌরভ বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞানভিত্তিক চিন্তা অপরিহার্য। আর বিজ্ঞানের মূলভিত্তি হলো গণিত। এই অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিত আয়োজন করে জাতীয় গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, কর্মশালা, সেমিনারসহ নানা বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। এছাড়া নিজস্ব প্রকাশনা‘নিউক্লিয়াস’ ও ‘অরবিটাল’ এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে কাজ করছে ক্লাবটি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.