
ডিডিপি ডেস্ক: মালয়েশিয়ার তাইপিং শহরের বিশাল রেইনফরেস্টে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম কঠিন ট্রেইল রেস “Malaysia Ultra Trail by UTMB 2025”, যা UTMB World Series-এর একটি অংশ। এ বছরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৭ সেপ্টেম্বর, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে একমাত্র অংশগ্রহণকারী ছিলেন ডা. সাহা প্রতীক প্রসাদ ।
তিনি অংশ নেন প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে, যা ছিলো এই ইভেন্টের সবচেয়ে বড় ও কঠিন ধাপ। ১০০ কিলোমিটারের এই রুটে অংশগ্রহণকারীদের পাড়ি দিতে হয়েছিলো ৪৮৯০ মিটারের বেশি উচ্চতা (elevation gain), আর নির্ধারিত কাট-অফ টাইম ছিল ৩২ ঘণ্টা।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫৭ জন ট্রেইল রানার অংশ নেন এই ক্যাটাগরিতে, যার মধ্যে ১৯৮ জন সফলভাবে রেস শেষ করেন, আর ৫৯ জন ‘DNF’ (Did Not Finish) হন। বাংলাদেশের পক্ষ থেকে আগে কখনো কেউ এই রেসে অংশ নেননি, এমনকি ডাক্তারদের মধ্যেও তিনি প্রথম যিনি UTMB সিরিজের কোনো রেসে অংশগ্রহণ করেছেন।

রেস শেষে প্রতীক প্রসাদ জানান, “আমাদের দেশের সমতল ভূমির মানুষদের জন্য এই ধরনের পাহাড়ি রেস অনেক বেশি কঠিন। প্রচণ্ড গরম, অস্বাভাবিক আদ্রতা, খাড়া পাহাড়, বৃষ্টি আর নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতা মিলিয়ে এটি ছিলো জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন, “রাতের বৃষ্টিতে পাহাড় টপকাতে গিয়ে বড় একটি সাপের মুখোমুখি হতে হয়েছিল। কখনো গাছের বাকল ধরে ঝুলে যেতে হয়েছে, কখনো পিচ্ছিল ঢাল বেয়ে নামতে হয়েছে। পাহাড় ভর্তি পোকামাকড়, অজানা শব্দ আর অন্ধকারে দিক হারানো — সব মিলিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।”
রেসে ছিলো ১০টি হাইড্রেশন পয়েন্ট, যেখানে ছিল পানি, কোকাকোলা, ইলেকট্রোলাইট, স্যুপ, চিকেন, রাইস, কেক, তরমুজ, কলা, চকোলেটসহ নানা খাবার। প্রতিটি পয়েন্টে পৌঁছানোর নির্দিষ্ট কাট-অফ টাইম ছিল; এর মধ্যে পৌঁছাতে না পারলে রেস শেষ হয়ে যেত।

অংশগ্রহণকারীদের সহায়তায় ছিলেন শতাধিক ভলান্টিয়ার, যারা অক্লান্ত পরিশ্রমে দৌড়বিদদের পাশে ছিলেন। এমনকি বরফ, গোসলের পানি ও ঘুমানোর ক্যাম্পিং খাট পর্যন্ত রাখা ছিলো শেষের দিকের পয়েন্টগুলোতে।
৩০ ঘণ্টা ৫৪ মিনিটের কঠিন পথ পাড়ি দিয়ে তিনি যখন ফিনিশ লাইন অতিক্রম করেন, তখন তার অনুভূতি এক কথায় “এই আনন্দের কাছে দুনিয়ার অন্য সব আনন্দ ফিকে। আমার একটাই চাওয়া— বাংলাদেশের আরও ট্রেইল রানাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করুক।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.