
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে উপজেলায় বিভিন্ন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে গতকাল সোমবার থেকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ও শিক্ষকদের সাথে কথা বললে তারা সকালের সময়কে বলেন, “দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু প্রতিবারই কেবল আশ্বাস পেয়েছি, বাস্তবায়ন হয় না। এবার আমরা আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চাই।“
তারা আরও বলেন, “রাজধানীতে আমাদের সহকর্মীদের ওপর পুলিশের হামলা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। শিক্ষক সমাজ এ ধরনের আচরণ মেনে নিতে পারে না। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও ক্লাস বন্ধ রেখেছি।
বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) অধ্যক্ষ গোলাম মোস্তফার সাথে কথা বললে তিনি বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে আমাদের প্রতিষ্ঠানেও পাঠদান বন্ধ রাখা হয়েছে। সারা দেশের শিক্ষকদের ন্যায় আমরাও শিক্ষকদের স্বার্থে এই কর্মবিরতিতে অংশ নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে।
দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রুফাইদা তাবাসসুম, অনিক হাসান। মারুফা আক্তার বলেন, “আমাদের শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর। তাদের প্রতি অবিচার হলে আমরা নিশ্চুপ থাকতে পারি না। সরকারের উচিত দ্রুত তাদের দাবি পূরণ করা।”
শিক্ষক আন্দোলন ২০২৫ এর বারহাট্টা উপজেলার সমন্বয় কমিটির সদস্য সচিব প্রদীপ কুমার শ্যামল বলেন, শিক্ষকদের সাথে যে বৈষম্য চলছে সেটা দূর করতে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে একত্বা প্রকাশ করে আমরাও কর্মবিরতি পালন করছি।কেন্দ্রের সাথে সমন্বয় করে যতদিন দাবী না মানা হবে আমারা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র পাঁচশো টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষক সমাজের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এর আগে রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। পরে সোমবার সেখান থেকেই শিক্ষকরা সারাদেশে লাগাতার আন্দোলন ও কর্মবিরতি শুরু করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.