
নিজস্ব প্রতিবেদক : ইসলামী সমাজ’র আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, যেহেতু গণতন্ত্রের অধীনে নির্বাচন মানুষের সার্বভৌমত্বের অধীনে আল-কুরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করেই অনুষ্ঠিত হয় সেহেতু গণতান্ত্রিক নির্বাচন ইসলাম বিরোধী অপরাধ, ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করা কুফর এবং শিরক। আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি’ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সৈয়দ হুমায়ুন কবীর বলেন, গণতন্ত্রের নির্বাচন, গণআন্দোলন, সেনা ক্যু এবং সশস্ত্র লড়াই ইত্যাদির কোনটাই ইসলাম প্রতিষ্ঠায় ঈমানদাগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের কুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারী ঈমানদারগণের সমাজ গঠন আন্দোলনই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানদাগনের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পদ্ধতি।

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় ‘ইসলামী সমাজ’ এর আমীর ৩ দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেন- ১ম দফা : রাজধানী ঢাকার প্রতিটি থানায় নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাসব্যাপী শান্তিপূর্ণ গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ। ২য় দফা : রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর সমূহ এবং কুষ্টিয়া জেলা শহরে আলকুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ। ৩য় দফা: ঈমানদার ও আমলে সালেহকারী লোক গঠনে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সঠিক জ্ঞানার্জনের লক্ষ্যে দেশব্যাপী প্রশিক্ষণ বৈঠক। কর্মসূচি বাস্তবায়নে দল, মত নির্বিশেষে সকলকে তিনি সমর্থন ও সহযোগীতা করার আহ্বান জানান। এসময় তিনি ইসলামের আইন-বিধান মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইসলামী সমাজ’র ঢাকা মহানগরের দায়িত্বশীল মুহাম্মাদ ইয়াছিন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মোহাম্মাদ আলী জিন্নাহ, মোঃ নুরুদ্দিন, আজমুল হক, আসাদুজ্জামান, মোঃ সেলিম মোল্লা, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মোঃ সোহেল, মিনহাজ উদ্দিন, আবু জাফর মোহাম্মাদ সালেহ, মোস্তফা জামিল সাদ প্রমুখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.