
মাদকের ভয়াবহ পরিণতির উপর নির্মিত নাটক `বন্দী’। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিকসেতু মিঠু। অভিনয় করেছেন আরশ খান, প্রিয়ন্তী উর্বি। গত ১৬ অক্টোবর বৈশাখী টেলিভিশনে প্রচারিত হওয়ার পর ১৭ তারিখে মুক্তি পেয়েছে ব্যাকবেঞ্চার ফিকশন এর ইউটিউব চ্যানেলে।
মুক্তির পর থেকেই ইউনিক এই গল্পটি প্রশংসায় ভাসছে। প্রশংসা হচ্ছে আরশ খান এর অভিনয়ও। নাটকটির ব্যাপারে আরশ খান তার ব্যক্তিগত ফেসবুকে লিখেন,অনেক প্রিয় একটি কাজ বন্দী। ইউটিউবের নিচে প্রায় হাজার খানেক কমেন্ট এসেছে,যার সবই প্রায় প্রশংসামূলক। অনেক মানুষ বন্দী গল্পটিকে তাদের পরিবারের গল্প বলে উল্লেখ করেছেন।
এর আগেও মিঠু তার নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন 'মিডনাইট' এবং 'ভাইবা ম্যান' ফিকশন নির্মাণের ভেতর দিয়ে। নাটকটি প্রযোজনা করেছেন মিকসেতু মিঠু ও নির্মিত হয়েছে ব্যাকবেঞ্চার প্রোডাকশন এর ব্যানারে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.