বিশ্ব স্কাউট সংস্থার শাখা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্কাউটের (এপিএসসি) ২০২৫-২০৩১ মেয়াদের জন্য রিজিওনাল স্কাউট কমিটির সদস্য হয়েছেন আইটি ফ্রিল্যান্সার স্কাউট মির মাহবুবুর রহমান স্নিগ্ধ। তাইওয়ানের কাওশিউংয়ে অনুষ্ঠিত ২৮তম এপিএসির পরবর্তী কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়।

নির্বাচনে পাঁচ সদস্যের এই কমিটিতে নির্বাচিত হওয়ায় অনলাইনে অভিনন্দনে ভাসছেন জুলাই শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। অনুষ্ঠানে নতুন করে পাঁচটি আঞ্চলিক স্কাউট কমিটি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের মীর মাহবুবুর রহমানের পাশাপাশি অস্ট্রেলিয়ার নিকেতাহ জায়েদে কুনিও নেপালের দেব রাজ ঘিমিরে, হংকংয়ের ডা. উইলসন ওয়াই-সাং লাই এবং ফিলিপাইনের আত্তি সেড্রিক গায়োনা ট্রেন আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট কমিটিতে নিজ নিজ অঞ্চলের জাতীয় স্কাউট সংস্থা থেকে নির্বাচিত দশজন সদস্য থাকে। যাদের প্রত্যেকেই নির্দিষ্ট ছয় বছরের মেয়াদে আঞ্চলিক যুব প্রতিনিধিদের সভাপতিত্ব করেন। প্রতিটি আঞ্চলিক স্কাউট সম্মেলনে আবার পাঁচজন বিদায়ি কমিটির সদস্যের স্থলাভিষিক্ত হন পাঁচজন নবনির্বাচিত সদস্য। সেই হিসাবে বর্তমান সদস্যদের মেয়াদ শেষে নতুন করে এই পাঁচজন যুক্ত হবেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.