
আনন্দলোক প্রতিবেদক : শুদ্ধ সংস্কৃতি সচেতনতার বিকাশে নিরন্তর কাজের ধারাবাহিকতায় পুরাতন ঢাকার অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘মহীরুহ'র আয়োজনে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘শাশ্বত বাংলা গানের আসর-২০২৫’ শিরোনামে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহীরুহ’র শিল্পীদের সম্মিলিত পরিবেশনার পাশাপাশি সংগঠনটির সভাপতি দেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও শিক্ষক প্রদীপ কুমার সরকারের কণ্ঠে একক গান পরিবেশিত হয়। মহীরুহ’র ক্ষুদে শিল্পীদের কণ্ঠে পরপর দু’টি সম্মিলিত সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর মহীরুহর শিল্পীদের পরিবেশনায় কাজী নজরুল ইসলামের অন্যতম সৃষ্টি ‘আজো কাঁদে কাননে’ গানটি সম্মিলিত পরিবেশনার পর বাংলা সংগীতের সোনালী দিনের বিভিন্ন ধারার গান ধারাবাহিকভাবে পরিবেশন করেন সংগঠনটির সদস্য শিল্পী শ্রাবণী গুহ রায়, উদিত সরকার, আফসারা তাহসিন, বিপ্লব ভক্ত, উজ্জ্বল মণ্ডল, মন্দিরা সমাদ্দার, সোমা দাস, পিনাকী রঞ্জন সরকার, বিটপি সরকার ও রাসেল করিম শান্ত। শিল্পীদের মনোরম পরিবেশনায় হল ভর্তি দর্শক প্রতিটি গান মুগ্ধতার সঙ্গে উপভোগ করেন ।
অনুষ্ঠানে শিল্পীদের কণ্ঠে একক ও সমবেত গান পরিবেশনের পাশাপাশি পিনাকী সরকার ও শ্রাবণী গুহ রায় এবং মন্দিরা ও বাঁধন এর কন্ঠে দুইটি দ্বৈত কন্ঠের গান এক অনন্য মাত্রা যোগ করে। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব নারায়ণ চন্দ্র শীল, বাংলাদেশের অন্যতম শীর্ষ নাট্য সংগঠন লোক নাট্যদল এর সভাপতি জনাব অভিজিৎ চৌধুরী, রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশিষ্ট রাধারমণ গবেষক ড. বিশ্বজিৎ রায় এবং বুলবুল একাডেমি অব ফাইন আর্টস(বাফা)' র প্রধান শাখার ভাইস প্রিন্সিপাল জনাব সবুজ।
বক্তাগণ এ ধরণের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। ঘড়ির কাটা যখন ৭.৪৫ ছুঁইছুঁই তখন অনুষ্ঠানের ২য় পর্বে একক সংগীত পরিবেশনার জন্য মঞ্চে আসেন মহীরুহ’র কর্ণধার দেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও শিক্ষক জনাব প্রদীপ কুমার সরকার।
দর্শকদের বিপুল করতালির মাধ্যমে শিল্পী তাঁর পরিবেশনা শুরু করেন কাজী নজরুল ইসলামের গান ‘না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো-জবার ফুল’ দিয়ে। এরপর তিনি তাঁর নিজস্ব মৌলিক গান পরিবেশনের পাশাপাশি একে একে বাংলা গানের বিভিন্ন ধারার জনপ্রিয় গান পরিবেশন এর মাধ্যমে হল ভর্তি শ্রোতাকে সুরের মূর্ছনায় বিমোহিত করে রাখেন।
একক পরিবেশনার শেষ দিকে শিল্পী প্রদীপ সরকার বাংলা গানের অমর শিল্পী মান্না দে’র গাওয়া বিখ্যাত গান ‘কত না নদীর জন্ম হয়/আরেকটা কেন গঙ্গা হয় না/কত না মানুষ জন্ম লয়/ওরে একটা কেন জাত হয় না’ গানটি পরিবেশনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে সব শেষে মহীরুহ'র সকল শিল্পীর সম্মিলিত কন্ঠে মরমী শিল্পী আবদুল আলীমের বিখ্যাত গান ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’ গানটির পরিবেশনা মাধ্যমে দর্শকদের মাঝে চিরায়ত বাংলা গানের লোকজ সুরের অনুরণন তুলে মহীরুহ’র ‘শাশ্বত বাংলা গানের আসর-২০২৫’ এর সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব পরীক্ষিৎ চৌধুরী।
মহীরুহ আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। আয়োজকদের মতে এ অনুষ্ঠান ‘শাশ্বত বাংলা গানের আসর’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বাংলা গানের ঐতিহ্য, আবেগ ও মানবিক চেতনার পুনর্জাগরণের এক প্রয়াস।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.