
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর ) বিকালবেলা সংগঠনটির জাবি টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেজিস্ট্রার থেকে বটতলা পর্যন্ত র্যালির পর বটতলাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির সঞ্চালনায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল হাদি । এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব।
সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব বলেন, আমরা নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত আসলে কোনো পদক্ষেপ গ্রহণ করি নাহ, ডেঙ্গু নিয়ে সচেতনতা মূলক কাজ আগে থেকেই করা উচিত।
সংগঠনটির জাবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদি বলেন:সারাদেশে ডেঙ্গুতে এই বছরে ৫০ হাজার এর মতো মানুষ মারা গেছে। মৃত্যু ঝুকি বেড়েছে ১৭ শতাংশ মতো, এইটা অনেক ঝুঁকিপূর্ণ কারণ। জাবি ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত নাহ, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
এছাড়া সংগঠনটির ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন:ক্যাম্পাসসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত দেশে প্রায় ৫৯ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ২৫৮ জনের বেশি প্রাণ হারিয়েছেন যা সত্যিই উদ্বেগজনক।
ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জাবি প্রশাসনের প্রতি আহ্বান রইলো:
১. ক্যাম্পাসজুড়ে নিয়মিত মশা নিধন ও স্প্রে কার্যক্রম জোরদার করা, বিশেষ করে আবাসিক হলগুলোতে।
২. মেডিক্যাল সেন্টারে ডেঙ্গু টেস্ট কিট, প্রয়োজনীয় ওষুধ ও সুচিকিৎসা নিশ্চিত করা।
৩. এছাড়াও ডেঙ্গু প্রতিরোধ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক চালু করা। পরিষ্কার ও পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর ক্যাম্পাস গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ সারা দেশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র ও ঈদ উপহার প্রদান, বৃক্ষরোপণ, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটি ২০২২ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.