
দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তবচিত্র উদঘাটন এবং উন্নয়নপথ নির্ধারণে করণীয় চিহ্নিত করার লক্ষ্যে ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
শনিবার (২৫ অক্টোবর) ডিসিসিআই অডিটরিয়ামে এ সূচক বিষয়ে এক ফোকাস গ্রুপ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘দেশে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সূচক থাকলেও সেগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল পরিবর্তনের কারণ ও প্রভাব যথাযথভাবে প্রতিফলিত করছে না। তাই ডিসিসিআই নিজস্ব ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ তৈরি করছে, যা প্রাথমিকভাবে ঢাকা অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে সারাদেশে সম্প্রসারিত হবে।’
তিনি জানান, ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশিত এ সূচকে শিল্পখাতে উৎপাদন, বিক্রয়, রফতানি, অর্ডার প্রবাহ, কর্মসংস্থান, বিনিয়োগ প্রবণতা এবং ব্যবসায়িক আস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে সম্পন্ন এ গবেষণায় ৬৫৪ জন উদ্যোক্তার সাক্ষাৎকার নেওয়া হয়—যাদের মধ্যে ৩৬৫ জন উৎপাদন এবং ২৮৯ জন সেবা খাতের প্রতিনিধি। গবেষণায় দেখা গেছে, ঢাকার অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান ৫৬ শতাংশ এবং সেবা খাতের ৪৪ শতাংশ।
আসাদুজ্জামান পাটোয়ারী বলেন, জ্বালানি সরবরাহ, আর্থিক খাত সংস্কার, ঋণ প্রাপ্তি সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং রাজস্ব প্রক্রিয়া সরলীকরণে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
আলোচনায় অংশ নেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাসেম খান ও আশরাফ আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের এনপিওর মহাপরিচালক মো. নূরুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের এসএসজিপি প্রকল্পের আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ নেসার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এ.কে.এম আতিকুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা ও ড. মো. সালিম আল মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, র্যাপিডের গবেষণা পরিচালক ড. দীন ইসলাম, বিআইএসএস’র গবেষণা পরিচালক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং আইএফসি’র সিনিয়র প্রাইভেট সেক্টর বিশেষজ্ঞ মিয়া রহমত আলী প্রমুখ।
অংশগ্রহণকারীরা বলেন, সূচক প্রণয়নে কৃষি, হালকা প্রকৌশল, সেবা ও এসএমই খাতের তথ্য অন্তর্ভুক্ত করা জরুরি। তারা তথ্য সংগ্রহের পদ্ধতি উন্নতকরণ, তুলনামূলক বিশ্লেষণ এবং গবেষণার আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দেন।
ডিসিসিআই সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.