
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক নর্দা, প্রগতি স্মরণী (ওয়ার্ড নং ১৮, অঞ্চল-০৩) এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ওয়ার্ড অফিস নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে একদিকে যাত্রী ও যানবাহনের গতিপথ সংকুচিত হয়ে অতিরিক্ত যানজট সৃষ্টি হবে, অপরদিকে ফুটপাত দখলের ফলে পথচারীদের নিরাপদ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবন ঝুঁকিতে পড়বে।
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)'র কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ মেহেদী দীপ্ত এক বিবৃতিতে বলেন, "এই সড়কে বহু রুট ও ওভারলেপ হওয়ায় যানবাহনের গতি ও সংখ্যা অত্যধিক; রাস্তার এতটুকু অংশ দখল করা মানে পুরো এলাকায় অব্যবস্থাপনা ও অতিরিক্ত যানজট আর সমস্যা সৃষ্টি করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা জনকল্যাণমুখী, নৈতিক ও আইনসম্মত কাজ পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করছি এসব অবৈধ বা অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে।
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব এক বিবৃতিতে বলেন, "ভালো রাষ্ট্র পরিচালনা (Good Governance) হলো সেবাহিত ও ন্যায়সঙ্গত কাজের দৃষ্টান্ত সৃষ্টি করা। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি নিজেই রাস্তা ফুটপাত দখল করে, তাহলে সেটি অন্যদেরও অনুপ্রাণিত করবে ও সমাজে খারাপ Precedent তৈরি করবে। আমরা এ ধরনের কাজ শাসনব্যবস্থার প্রতি বিশ্বাসঘাতকতা মনে করি।
আমাদের দাবি:
১. অবিলম্বে নর্দা, প্রগতি স্মরণী এলাকায় চলমান দখলকৃত রাস্তা ও ফুটপাতে নির্মাণকাজ বন্ধ করতে হবে এবং দখলদারিত্ব প্রত্যাহার করতে হবে।
২. ইতোমধ্যেই দখলকৃত রাস্তা ও ফুটপাত দ্রুত সময়ের মধ্যে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে; প্রয়োজন হলে অস্থায়ী বা বিকল্প বন্দোবন্তের মাধ্যমে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. সিটি কর্পোরেশন কর্তৃক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিসআ সভাপতি আবদুল্লাহ মেহেদী দীপ্ত এবং সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব আরও বলেন, "রাস্তা ও ফুটপাত জনগণের চলাচলের অধিকার; সিটি কর্পোরেশনের মতো কর্তৃপক্ষ থেকে যদি এ ধরনের গণবিরোধী আচরণ দেখা যায়, আমরা বাধ্য হয়ে গণপ্রতিরোধসহ সকল শান্তিপূর্ণ ও আইনি মাধ্যম ব্যবহার করবো। নাগরিকদের নিরাপত্তা ও চলাচলের অধিকার রক্ষায় আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পাঠচারণা ও আন্দোলন চালিয়ে যাবো।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.