
আবু মেহরাজ শোয়েব, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আফসানা করিম রাচি’র স্মৃতি স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট থেকে শহিদ মিনার পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে। আজ ২৬ অক্টোবর ২০২৫ বেলা সাড়ে বারোটার দিকে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এ সড়কের নাম ফলক উন্মোচন করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণের জন্য সকল প্রস্তাব প্রত্যাখান করে মানবিকতার অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে আফসানা করিম রাচি’র পরিবার এবং তাদের একমাত্র দাবি ছিলো যাতে আর এ রকমভাবে কোনো প্রাণ ঝরে না যায়। সন্তানের অভিভাবক হওয়ার বিশাল যোগ্যতার নজিরবিহীন উদাহরণ রাচি’র বাবা-মা। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাচি’র বাবা-মা’র প্রতি সম্মান জানাচ্ছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নিয়ন্ত্রণ ও নিয়ম-নীতির মধ্য দিয়ে অটোরিকশা চালু করার ব্যাপারেও সম্মতির কথা জানিয়েছে রাচি’র পরিবার। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।
ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, আফসানা করিম রাচি’র বাবা-মা, জাকসু'র সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমানসহ জাকসু’র অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী ও রাচি’র পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.