Site icon Daily Dhaka Press

ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন, একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করে দেখেন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে। যা ইসলামে হারাম। আর এই সংসদ সদস্যদের নির্বাচন করেছেন আপনারা। তাই কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জন্য লক্ষ্য লক্ষ্য বেরেল মদের গুনাহ তৈরি করে রেখেছেন। আপনারা যদি বলেন আল্লাহ আমরা তো জীবনে মদ স্পর্শও করিনি তাহলে আমাদের জন্য মদের গুনাহ কেন? তখন আল্লাহ বলবেন- তোমরা যাকে নির্বাচিত করেছিলে তারা মদকে বৈধতা দিয়েছিল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা খুন, চাঁদাবাজি, রাহাজানি ও ক্ষমতার অপব্যবহার করেন, তার দায় দায়িত্ব ভোটারদের নিতে হবে। কারণ আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সে জন্য একজন মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা অমুসলিম, তারাও হাতপাখা মার্কায় ভোট দেবেন নিজেদের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার ও জান-মাল-ইজ্জত রক্ষার্থে। সকল ধর্মের মানুষের সমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, তার কোনো ভেদাভেদ করা যাবে না।

Exit mobile version