সুইডেন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গেল ১৫ সেপ্টেম্বর সুইডেন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের পরিচালনায় সভায় অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে জাহাঙ্গীর কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অব্যাহতি পত্রে বলা হয়, সভাপতি জাহাঙ্গীর কবির অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী প্রক্রিয়ায়, কার্যকরী পরিষদকে সম্পূর্ণ আড়ালে রেখে, কোনো রকম কর্মীসভা বা বর্ধিত সভা না করে নেতাকর্মীদের মতামতের তোয়াক্কা না করে একচেটিয়াভাবে ও স্বৈরাচারী মনোভাব নিয়ে প্রহসনের সম্মেলন আয়োজনের চেষ্টা করছে।
এর জন্য বর্তমান সভাপতি জাহাঙ্গীর কবিরের প্রতি অনাস্থা পোষণ করে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। সেই সাথে সিনিয়র সহসভাপতি খালেদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।
অতিসত্বর সকল নেতাকর্মীদের নিয়ে সাধারণ সভার মাধ্যমে আলোচনা করে সকল গঠনতান্ত্রিক প্রক্রিয়া মেনে বৃহত্তর ও গতিশীল সুইডেন আওয়ামী লীগ গঠনকল্পে নতুন সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে হবে। আমাদের এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.