Site icon Daily Dhaka Press

‘একশপ’ পেল ‘এসডিজি ডিজিটাল গেম চেঞ্জার’ অ্যাওয়ার্ড

ঢাকা : বাংলাদেশের সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের ই-কমার্স প্ল্যাটফর্ম ‘একশপ’ জাতিসংঘের ‘এসডিজি ডিজিটাল গেম চেঞ্জার’ অ্যাওয়ার্ড পেয়েছে। এই পুরস্কারটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণের জন্য দেওয়া হয়।

‘একশপ’ দেশের প্রান্তিক অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে দিয়ে গ্রাম ও শহরের দূরত্ব কমিয়ে আনতে ভূমিকা পালন করছে। এটি গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও সহায়তা করছে।

টুআইয়ের ‘একশপ’ প্ল্যাটফর্ম দেশের সব বড় বড় ই-কমার্স কোম্পানি এবং হাজার হাজার ছোট, মাঝারি উদ্যোক্তাকে নিয়ে গঠিত। এটি গ্রামের জনগণকে প্রযুক্তি সহায়তায় সহজেই ডিজিটাল মার্কেটে যুক্ত হতে সহায়তা করে। একশপের মাধ্যমে গ্রামীণ পর্যায়ের বাণিজ্যকে ই-কমার্সে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল বৈষম্য কমাতে সাহায্য করছে।

বর্তমানে ১২ হাজারের বেশি গ্রামীণ কারিগর একশপের মাধ্যমে পণ্য বিক্রি করছে। ‘একশপ’ ৮০ লাখের বেশি পণ্য ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে। একশপের মডেলটি ফিলিপাইনের একটি প্রদেশে চালু হয়েছে এবং দক্ষিণ সুদান, ইয়েমেন, তুরস্ক ও সোমালিয়াতেও এটির রেপ্লিকা তৈরি হচ্ছে।

‘একশপ’ প্ল্যাটফর্মটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এবং ডিজিটাল বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্ল্যাটফর্মটি বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতেও অনুকরণ করা যেতে পারে।

Exit mobile version