ঢাকা : আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল দিনভর অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে ভোক্তা অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা করেছে। এ সময় ঢাকা মহানগরীতে অধিদফতরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ১৫টি জেলায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ১৭টি টিম ২১টি বাজারে অভিযানের মাধ্যমে ৩০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.