Site icon Daily Dhaka Press

দুবাইয়ে ব্যবসা : দেশি উদ্যোক্তাদের নিয়ে ই-ক্লাবের কর্মশালা

ঢাকা : ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কয়েক বছর ধরেই দেশি-বিদেশি ব্যবসায়ীদের কাছে পছন্দের জায়গা হয়ে উঠেছে দুবাই। দিন যত যাচ্ছে দুবাইয়ে ব্যবসা-বাণিজ্য ততই ফুলে ফেঁপে উঠছে। বলা যায়, বিশ্ব বাণিজ্যের অন্যতম হাব এখন দুবাই।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ব্যবসা সম্প্রসারণ করতে চায়, এমন বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে অন্ট্রাপ্রেনিয়র্স ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)। সংগঠনটির নিবন্ধিত সদস্যদের মধ্য থেকে বাছাই করা ৬০ জন উদ্যোক্তাকে নিয়ে রাজধানীর গুলশানের নিকেতনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন পেন্টাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ই-ক্লাবের সহ সভাপতি অন্তু করিম। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক মেধাবী উদ্যোক্তা আছেন, তারা চাইলেই নিজেদের পণ্য বা সেবা দুবাইয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে রপ্তানি করতে পারেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে অনেকেই দুবাইতে বিজনেস করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। সেটা যেন না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই কর্মশালা।’

কর্মশালায় আলোচিত বিষয়ের মধ্যে ছিল—দুবাইয়ে ব্যবসার সুযোগ ও সম্ভাবনা, দুবাইয়ের ব্যবসায়িক পরিবেশ, ব্যবসা শুরু করার পদ্ধতি, ব্যবসা পরিচালনার নীতিমালা, ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যবসায়িক প্রতারণার হাত থেকে রক্ষা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ই-ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, ‘আমাদের উদ্যোক্তারা যেন বিভিন্ন দেশে তাদের ব্যবসাকে সম্প্রসারিত করতে পারেন, সে উপলক্ষে শুধু দুবাই নয়; থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশের জন্য অন্ট্রাপ্রেনিয়র্স ইন্টারন্যাশনাল বিজনেস ডেস্ক নামে একটি সার্ভিস চালু করতে যাচ্ছে ই-ক্লাব।’

Exit mobile version