Site icon Daily Dhaka Press

দলে ঠাঁই না হওয়ার কারণ জানাবেন তামিম

ঢাকা : চোট শেষ পর্যন্ত কাল হয়েই দাঁড়িয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। অবসর ভেঙে ফের ওয়ানডে ক্রিকেটে ফেরা ওপেনারকে বাদই রাখা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া টাইগারদের ১৫ সদস্যের দল আজ ভারতের উদ্দেশে দেশ ছাড়বে। দলের সঙ্গে না থেকে আলোচনার খোরাক জোগানো তামিম কেন নেই, সেই বিষয়টি খোলাসা করবেন খোদ তামিমই।

নিজের ভেরিফায়েড ফেসবুকে সকালে একটি পোস্টে টাইগারদের সাবেক অধিনায়ক জানান, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।

গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবাই পরিষ্কারভাবে সবকিছু জানার অধিকার রাখে।’

তামিমের না থাকার পেছনে নিজের ইচ্ছা আছে বলে জানিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে তামিমকে দলে না রাখার পেছনে নির্বাচকরা টেনেছেন ‘আনফিট’ ইস্যু। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, চিকিৎসক, কোচ, অধিনায়ক এবং খোদ তামিমের সঙ্গে আলোচনা করেই দল দিয়েছেন তারা।

Exit mobile version