ঢাকা : কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কার্যক্রম বন্ধ করে দিয়েছে অনলাইনে পণ্য সরবরাহ (ডেলিভারি) সেবাদাতা স্টার্টআপ পেপারফ্লাই। প্রতিষ্ঠানটি তহবিল-সংকটের কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর ফলে বেকার হয়ে পড়েছেন প্রায় দুই হাজার কর্মী।
প্রতিষ্ঠানটি গত ২৫ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছ থেকে নতুন ডেলিভারির অর্ডার নিচ্ছে না। এতে বিপাকে পড়েছেন পেপারফ্লাইয়ের মাধ্যমে সেবাগ্রহীতারা।
পেপারফ্লাই কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতিশ্রুত তহবিল না পাওয়া এবং সিভিসি ফাইন্যান্সের কাছে তাদের তহবিল আটকে থাকায় চরমভাবে নগদ অর্থ (ক্যাশ) সংকটে পড়েছে কোম্পানিটি। এই কারণে নতুন অর্ডার নেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে গ্রাহকদের কাছ থেকে এরই মধ্যে নেওয়া অর্ডারগুলো পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে স্থানীয় চার উদ্যোক্তা প্রতিষ্ঠা করেন পেপারফ্লাই। প্রতিষ্ঠানটি শুরু থেকেই দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিজস্ব কর্মী দিয়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিয়ে আসছিল। ২০২১ সালে ভারতের টিপিএল ব্যবসার জায়ান্ট ইকম এক্সপ্রেস পেপারফ্লাইয়ের ডিজিটাল সেবা সম্প্রসারণে এগিয়ে আসে। এরপর থেকে দুই বছর ২০২ কোটি টাকা বিনিয়োগ করে ভারতের প্রতিষ্ঠানটি।
পেপারফ্লাই আরও জানিয়েছে, ইকম থেকে পর্যায়ক্রমে আরও বিনিয়োগ আসার কথা ছিল। কিন্তু কয়েক মাস আগে ইকম আর বিনিয়োগ করবে না বলে জানিয়ে দেয়। এতে চ্যালেঞ্জের মুখে পড়ে পেপারফ্লাই দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজতে থাকে।
তবে আশানুরূপ সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে। তবে খুব শিগগিরই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে কোম্পানির ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করা হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.