ঢাকা : সিনিয়র সাংবাদিক, শিশুসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা হোসেইনের ৬৯তম জন্মদিন আজ (৬ অক্টোবর)। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের কফিল উদ্দিন আহমেদ ও নূরজাহান বেগমের সন্তান মোস্তফা হোসেইন ১৯৫৫ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।
মুজিব বাহিনীর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধে। শিক্ষাশেষে যুক্ত হয়েছেন সাংবাদিকতায়। তাঁর লেখা প্রকাশিত ৭৮টি বইয়ের ২৮টিই মুক্তিযুদ্ধের তথ্য ও মুক্তিযুদ্ধভিত্তিক। শিশুকিশোর উপযোগী গ্রন্থ ৪৮টি।২টি বড়দের উপযোগী গল্প ও উপন্যাস।
অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার,এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ও অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন স্বীকৃতি হিসেবে। পেশায় সাংবাদিক মোস্তফা হোসেইন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সিনিয়রকর্মী।
সম্প্রতি তিনি ‘ব্রিগেড ৭১’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) আত্মপ্রকাশ অনুষ্ঠানেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামায়াতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এ সংগঠনটি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.