আজ ধর্মশালায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল রাতে পাহাড় বেষ্টিত ধর্মশালায় বৃষ্টি হয়েছে। যে পানিতে ভিজেছে ধর্মশালার মাঠও। যে কারণে প্রথমে টস জিতলে হয়তো যে কোনো অধিনায়কই আগে বোলিং করার চিন্তা করেছেন।
সাকিবও সেটাই করেছেন। বাড়তি একজন স্পিনার খেলানোর চিন্তায় মাহমুদউল্লাহ রিয়াদকে ডাগআউটে রেখে একাদশে জায়গা দেওয়া হয় শেখ মেহেদীকে। ইনিংস শেষে ৪ উইকেট নিয়ে মেহেদী দলের সর্বোচ্চ উইকেটশিকারি হলেও ইংলিশদের রানটা সাড়ে তিনশ ছাড়িয়েছে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে ইংল্যান্ড।
শেষ খবর : বাংলাদেশ 4 উইকেটে 116 রান
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.