লাবণ্য লিজা , প্রথম ভালোবাসা পাওয়া কবুলীয়তনামায় পরী হিসেবে সমধিক পরিচিত। এখনো সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায় তার কোনো না কোনো ক্লিপ। ৩ বছর এর পড়ালেখার বিরতির পর আবার কাজে ফিরেছেন। সম্প্রতি ফজলুর রহমান চৌধুরীর পরিচালনায় নাটক: পাঁচ পাগলের সংসার
নাটকে সপ্তাহ ব্যবধানেই ২ মিলিয়ন ভিউ জানিয়ে দেয় কতটা ভালোবাসে তাকে মানুষ। আগামীকাল ( ১১ অক্টোবর ) এই প্রিয় মানুষটার জন্মদিন । তার জন্য রইলো ’ডেইলি ঢাকা প্রেস’ থেকে শুভেচ্ছা।