রায়হান আহমেদ, ময়মনসিংহ : শহরে যানজট নিরসনে অটোরিকশা চালকদের যেখানে সেখানে রিকশা না থামানোর নিদের্শনা দেন ময়মনসিংহ ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান।
তিনি ময়মনসিংহ সার্কিট হাউজ পার্ক এলাকায় অটো এবং রিকশা চালকদের উদ্দেশ্যে জনসচেতনামূলক বক্তব্য দেন। এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ-কামাল আকন্দ।
অটো ও রিকশা চালাকদের প্রতিটি আই সৈয়দ মাহবুবুর রহমান কিছু নির্দেশনা দেন। ১. ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে অটো ও রিকশা চালাতে হবে, রং সাইডে গিয়ে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। ২. যত্রতত্র অটো থামিয়ে যাত্রী উঠানো এবং নামানো যাবে না।
৩. ভাড়া নেওয়ার জন্য রাস্তায় অটো বা রিকশা থামিয়ে যানজট তৈরি করা যাবে না। ৪. যেখানে সেখানে যাত্রী উঠানো বা নামানো এবং গাড়ী ঘুরিয়ে যানজট সৃষ্টি করা যাবে না।
পরবর্তীতে এই নির্দেশনা না মেনে অটো ও রিকশা চালিয়ে যানজট সৃষ্টি করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.