Site icon Daily Dhaka Press

পর্যটনে আন্তর্জাতিক পাঁচ তাঁরকা হোটেল তৈরীতে গোল্ডস্যান্ডস গ্রুপ শীর্ষে

বাংলাদেশে পর্যটন শিল্পে সবচেয়ে বেশী আস্থা ও জনপ্রিয় গোল্ডস্যান্ডস্ গ্রুপে প্রতিটি হোটেল মালিকানা
নিশ্চিত করা হবে সাফ-কবলা রেজিস্ট্রেশন মালিকানার মাধ্যমে যা সারা জীবন বংশানুক্রমে মালিকানা নিশ্চিত করবে এবং মালিকানা সম্পত্তির মতো উচ্চমূল্যে বিক্রয় ও হস্তান্তরযোগ্য হবে এবং আজীবন হালাল আয়ের নিশ্চয়তা দিবে। বর্তমানে পর্যটন শিল্পে হোটেল ব্যবসায় সবচেয়ে নিরাপদ ও লাভজনক। সম্পদের রাজা হোটেল, যা বাড়বে যেমন রিটার্ন ও তেমন। আর তাই ২০২৪ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছেন তার অংশ হিসেবেই গোল্ডস্যান্ডস পর্যটন শিল্পকে বেছে নিয়েছে। কক্সবাজার, কুয়াকাটায় ও পদ্মাসেতু সংলগ্ন হোটেলগুলো হবে আন্তর্জাতিক ৫
তাঁরকা মানের। সকল হোটেলের আর্কিটেকচারাল ডিজাইন করছে সিঙ্গাপুরিয়ান ওয়ার্ল্ড ক্লাস
আর্কিটেক্ট কোম্পানী ঝঁৎনধহধ ঔঁৎড়হম যারা আধুনিক আরবান-ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে বিশ্বেসেরা।
যেখানে হোটেল সি ভিউ স্যুটের ৭০০ থেকে ৯০০০ স্কয়ার ফিট পর্যন্ত ক্রয় করা যাবে। বিনিয়োগকারীরা
হোটেলগুলোর স্যুট ও আংশিক মালিকানা ক্রয় করলে পাবেন সাফ-কবলা মালিকানা এবং আজীবন হালাল
ও সুদমুক্ত নিশ্চিত আয়। গোল্ডস্যান্ডস্ হোটেলস এন্ড রিসোর্টস লিমিটেড হোটেল অপারেশনে আন্তর্জাতিক
হোটেল চেইন নিয়োগ দিচ্ছে, যেখানে দেশী বিদেশী পর্যটকদের সু-ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাঁচ তারকা
মানের হোটেল এন্ড রিসোর্টস নির্মাণের মধ্য দিয়ে গোল্ডস্যান্ডস্ গ্রুপের তিনটি হোটেল প্রজেক্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে যেখানে ইনভেস্টমেন্ট একবার, রিটার্ন বার বার।

গোল্ডস্যান্ডস্ গ্রুপের কর্পোরেট হেডঅফিস ( ৪৭ নাসা হাইটস্, গুলশান-১, ঢাকা-১২১২, ফোন : ০১৮৭৭৭-১৫৩৩৩) থেকে তথ্য সংগ্রহ এবং
হোটেলের স্যুট ও আংশিক মালিকানা ক্রয় করা যাবে।

Exit mobile version