নিজস্ব প্রতিবেদক : কাওলায় আওয়ামী লীগের জনসমাবেশে এসেছেন প্রধানমন্ত্রী।
রাজধানীর কাওলায় আওয়ামী লীগের জনসমাবেশ চলছে। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন তিনি। সমাবেশে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর থেকে শুরু হয় এই সমাবেশ।
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি গাজীপুরসহ আশপাশের নেতারাও নিজ নিজ উদ্যোগে এলাকা থেকে নেতা-কর্মীদের নিয়ে যোগ দিয়েছেন সমাবেশে।
গত ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের দিনই এ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু তার দু'দিন আগে থেকেই বৃষ্টিসহ বিরূপ আবহাওয়ার জন্য ৬ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে সমাবেশ স্থগিত করে ১৪ অক্টোবর আয়োজনের কথা ঘোষণা করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.