Site icon Daily Dhaka Press

টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিল ইংলিশরা। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাড়িয়েছে তারা। বাংলাদেশকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বর্তমানরা চ্যাম্পিয়নরা। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ইংলিশরা।

অপরদিকে, হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তানও। বাংলাদেশ কাছে ৬ উইকেট এবং ইন্ডিয়ার কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আফগানরা। নাজিবুল্লাহ জাদরানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আজমত।

ইংল্যান্ডের একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রিস টপলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমত, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।

Exit mobile version