রায়হান আহমেদ, ময়মনসিংহ :
আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” “Clean hands are within reach” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩” উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তাগাছা, ময়মনসিংহ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ১৫ অক্টোবর ২০২৩ খ্রি. রবিবার সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ চত্তর হতে এক বর্ণাট্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে এসে হাত ধোয়া প্রদর্শন ও হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করবেন জনাব এ কে এম লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা, ময়মনসিংহ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ নায়েব আলী খান, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুক্তাগাছা, ময়মনসিংহ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ বিলাল হোসেন সরকার, মেয়র, মুক্তাগাছা পৌরসভা, মুক্তাগাছা, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল হাই আকন্দ চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুক্তাগাছা, ময়মনসিংহ, মোঃ আরব আলী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুক্তাগাছা; ও মুর্শিদা আক্তার (কাকলী), মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুক্তাগাছা।
আরও উপস্থিত ছিলেন রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি)। আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মন্ডলী ও সেবাস্টিয়ান পিউরিফিকেশন, সিনিয়র ম্যানেজার, জামালপুর এসিও, মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নম্রতা হাউই, এপি ম্যানেজার, মুক্তাগাছা এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ। এবং আরও উপস্থিত ছিলেন ছাত্র/ছাত্রী/শিক্ষক/শিক্ষিকা / বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ আমন্ত্রিত সুধিমন্ডলী। আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।